সানীর সঙ্গে নাচবেন তিন নায়িকা
ঢাকার অদূরে রূপগঞ্জ ভুলতার সুবর্ণগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বনভোজন। ৪ ফেব্রুয়ারির এই আয়োজনে নতুন ও পুরোনো পরিচালকরা যেমন থাকবেন, তেমনি তাঁদের সদস্যরাও অংশ নেবেন এই বনভোজনে। সেখানে জুটি বেঁধে নাচ পরিবেশন করবেন চলচ্চিত্র তারকারা। বিশেষ পরিবেশনায় থাকবেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী, তাঁর সঙ্গে নাচবেন তিনজন নায়িকা। এই পারফরমেন্সের কোরিওগ্রাফি করছেন মাসুম বাবুল ও হাবিব।
হাবিব বলেন, ‘আমরা গত ২৪ তারিখ থেকে মহড়া করছি। চলচ্চিত্র তারকারা মূলত এই নাচের অনুষ্ঠানে পারফর্ম করবেন। সেখানে জায়েদ খান, ইমন, বাপ্পী, সজল, পপি, মাহিয়া মাহি, নিপুণ, অমৃতা, শিরিন শিলা, আসিফ নূর, নবাগতা অধরা, নিরব, আইরিন অংশ নেবেন। ওমর সানীর বিপরীতে নাচবেন আইরিন, নবাগত অধরা ও নায়িকা মৌসুমী।’
হাবিব আরো বলেন, ‘পুরোনো দিনের একটি গানের সাথে ওমর সানী কাজ করবেন। প্রথমে আইরিন ও অধরা ওনার সাথে নাচ করবেন। নাচের শেষে অডিয়েন্স থেকে উঠে আসবেন জনপ্রিয় নায়িকা মৌসুমী। এভাবেই আমরা কোরিওগ্রাফি করছি। আশা করি সবার কাছে ভালো লাগবে।’
বনভোজন কমিটির আহ্বায়ক ও পরিচালক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সুমন বলেন, ‘আমরা চলতি মাসের ১ তারিখ থেকে নির্বাচিত হয়ে পরিচালক সমিতি পরিচালনা করছি। আমরা শুরুতেই বনভোজনের আয়োজন করেছি। সেখানে চেষ্টা করব বিনোদনপূর্ণ একটি পিকনিক উপহার দিতে।’
বনভোজনে পরিচালক, সাংবাদিক ও বাচ্চাদের জন্য থাকবে নানা রকম খেলার আয়োজন। বাংলাদেশ সিনেমা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে থাকবে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। নারীদের জন্য মিউজিক্যাল চেয়ার গেম, হাঁড়িভাঙাসহ আরো অনেক মজার খেলার আয়োজনও থাকবে এই আয়োজনে।
মন্তব্য চালু নেই