নির্বাচন কমিশনার নিয়োগ, ‘আপত্তি করবে না আ.লীগ’

সার্চ কমিটির কাছে আওয়ামী লীগ থেকে যে ৫ জনের নামের তালিকা পাঠানো হয়েছে সেখান থেকে কাউকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ না করা হলেও আওয়ামী লীগ আপত্তি করবে না। এমন কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের খানজাহান আলী কলেজ মাঠে অনুষ্ঠিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

কাদের বলেন, ‘আওয়ামী লীগ শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে সার্চ কমিটির কাছে ৫ জনের নাম পাঠিয়েছে। ওই নাম থেকে কাউকে নির্বাচন কমিশনার নিয়োগ না করা হলেও আমরা এর প্রতিবাদ করব না। মহামান্য রাষ্ট্রপতি যাকে উপযুক্ত মনে করে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিবেন, আওয়ামী লীগ তাকেই সাদরে গ্রহণ করবে।’

নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে বিএনপিকে অহেতুক জল ঘোলা না করার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। আমরা জানি, আপনারাও ওই নির্বাচনে অংশ নেবেন। তাই বলছি অহেতুক কোনো বিষয় নিয়ে জল ঘোলা করবেন না।’

বিএনপির আন্দোলন প্রসঙ্গে কাদের বলেন, ‘গণতন্ত্র উদ্ধারের নামে তারা পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যার রাজনীতি শুরু করেছিল। পুলিশ থেকে গাড়ির ড্রাইভার এমনকি ঘুমন্ত শিশুকেও তারা পুড়িয়ে মেরেছিল। আসলে তারা আন্দোলনেও ব্যর্থ, পেট্রোল বোমায়ও ব্যর্থ। আন্দোলন করার জন্য তারা শুধু তারিখ নির্ধারণ করে। এখন বেগম জিয়া কি বুঝতে পেরেছেন তার আন্দোলনের মরা গাঙ্গে আর জোয়ার আসে না।’
প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, এসএম কামাল হোসেন, তালুকদার আব্দুল খালেক এমপি, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু প্রমুখ।



মন্তব্য চালু নেই