বাকৃবিতে পশুপালন শিক্ষার্থীদের মানববন্ধন
শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন পেশা উন্নয়নে অবিলম্বে অগ্রানোগ্রাম বাস্তবায়ন, এনএ টিপিসহ অনান্য প্রকল্প বা¯তবায়ন, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পদে পশুপালন গ্রাজুয়েটদের চাকুরী নিশ্চিত করার দাবীতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়নের সামনে এ মানববন্ধন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে তাদের নায্য দাবী মেনে নেওয়ার দাবী জানান। যদি দ্রুত দাবী না মেনে নেওয়া হয় তবে তবে তারা ক্লাস পরীক্ষা বন্ধ রেখে লাগাতার আন্দোলন করবেন বলে হুশিয়ার করে দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ইফতেখার সুমন, কল্কি চন্দ্র বিশ্বাস, ইসতিয়াক পিহান, হাসান বিশ্বাস, ফিরোজ মাহমুদ, মাজেদ সরকার প্রমুখ। মানববন্ধনে অনুষদের বিভিন্ন লেভেলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মন্তব্য চালু নেই