চারদিন বেড়েছে বাণিজ্য মেলার সময়

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় চার দিন বাড়ানো হয়েছে।

সোমবার মেলার আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বোর্ড সভা শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী জানান, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতেই মেলার সময় বাড়ানো হয়েছে। এই মেলা ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও তা চলবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর আগে ২০১৫ সালে দেশে টানা হরতাল-অবরোধসহ রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ক্রেতা-দর্শনার্থীরা বাণিজ্য মেলায় আসতে পারেননি। এ কারণে গত বছর স্টল-প্যাভিলিয়ন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে মেলার মেয়াদ ১০ দিন বাড়ানো হয়েছিল।



মন্তব্য চালু নেই