ভালোবাসা দিবসে নিলয়ের সাথে ‘অন্য কোথাও’ মৌসুমি হামিদ

আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নতুন একটি নাটক নির্মাণ করলেন সালাউদ্দিন লাভলু। নাটকের নাম ‘অন্য কোথাও’। এটি রচনা করেছেন কাজী শাহিদুল ইসলাম।

নাটকটিতে নতুন এক চরিত্রে দেখা যাবে টিভি অভিনেত্রী মৌসুমি হামিদকে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সুপার হিরো নিলয়।

নাটকটি প্রসঙ্গে মৌসুমি হামিদ বলেন,‘ লাভলু ভাইয়ের কাজ মানেই ভিন্ন কিছু। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রথমেই লাভলু ভাইয়ের নাটকে অভিনয় করলাম। বেশ রোমান্টিক একটি নাটক হয়েছে। এতে আমার আর নিলয়ের জুটি দারুণ উপভোগ্য হবে দর্শকদের কাছে।’

নাটক প্রসঙ্গে নির্মাতা সালাউদ্দিন লাভলু বলেন, ‘নাটকটিতে একটি শহুরে চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি হামিদ। নাটকে শহরের একজন ব্যস্ততম তারকা; যেজন্য ইচ্ছে করলেও কোথাও যেতে পারেন না। তাই ব্যস্ততা থেকে পালাতে এক গ্রামে ঘুরতে যান, সেখানে নিলয়ের সঙ্গে দেখা হয় ঘটে নানা ঘটনা। সম্প্রতি কুষ্টিয়ায় নাটকের শুটিং শেষ করেছি।’

ভালোবাসা দিবসে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।



মন্তব্য চালু নেই