মানুষের ‘সেলফি’ তোলার কারণে প্রাণ গেলো শিশু ডলফিনের

উর্ধ্বগগনে তুলিয়া ফোন, এমন ওঠে ‘সেলফি’ হিল্লোল৷ বেশিরভাগ মানুষ আজকাল তাতেই দিক-বেদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন৷ কাণ্ডজ্ঞান তো দূরস্থ, মানুষ মান-হুঁশ দুই জলাঞ্জলি দিয়ে বসে থাকে৷ তাই তো জ্বলন্ত বিল্ডিংয়ে আগুন নেভানোর বদলে ‘সেলফি’ তুলতেই বেশি ব্যস্ত থাকে জেন ওয়াই৷ আবার রেল লাইনে ট্রেনের সামনে ‘সেলফি’ তুলতে গিয়ে নিজেরাই বলি হয়ে বসে৷ এই ‘সেলফি’র টানে কত জন যে বয়ে গিয়েছে স্রোতের টানে তাঁর খোজ মেলা ভার।

মানুষের এই ‘সেলফিশ ‘সেলফি’র সাম্প্রতিকতম মারা গেছে ছোট্ট এক শিশু ডলফিন৷ দিশা হারিয়ে ফেলেছিল সে৷ ভাগ্য তার এমনই, ভাসতে ভাসতে চলে এসেছিল আর্জেন্টিনার সৈকতের কাছে৷ পড়ে গিয়েছিল কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষের খপ্পরে৷ ছোট্ট প্রাণীটির প্রাণের থেকে ‘সেলফি’ তোলাটা বেশি প্রয়োজনীয় ছিল তাঁদের কাছে৷ দেখুন কীভাবে মানুষের ‘সেলফি’ র ফাঁদে পড়ে প্রাণ গেল একরত্তি শিশুর।-সংবাদ প্রতিদিন



মন্তব্য চালু নেই