শ্রীমঙ্গলে কুখ্যাত ফুল মিয়া ডাকাত গ্রেফতার
সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, শ্রীমঙ্গল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ কেএম নজরুল এর নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই সৈয়দ মাহবুবুর রহমান, এসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ফোর্স ও বাহুবল থানা পুলিশের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ধিবাগত রাতে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা কুখ্যাত ডাকাত ফুল মিয়াকে গ্রেফতার করেছে। , ফুল মিয়া ডাকাতি ও হত্যা মামলাসহ ১৩ টি মামলার পলাতক আসামী। সে উপজেলার শংকরসেনা গ্রামের মৃত আঃ হাসিম এর ছেলে। ডাকাত ফুল মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, বিশ্বনাথ, বালাগঞ্জ, বাহুবল, কানাইঘাট ও কমলগঞ্জ থানায় ১৩ টি মামলা রয়েছে। এরমধ্যে তার বিরুদ্বে ৭ টি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল।
মন্তব্য চালু নেই