গ্রামের বাড়িতে বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত মুস্তাফিজ
নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরে কয়েক দিনের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। এই ছুটিতে ঢাকার অনেকেই মুস্তাফিজ গিয়েছেন তার প্রিয় ঠিকানা তেঁতুলিয়ায়।
গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগজ্ঞের তেঁতুলিয়ায় পৌঁছান মোস্তাফিজ। এরপর থেকেই হাসি-আড্ডায় পরিবারের সাথে বাড়িতে সময় পার করছেন কাটার মাস্টার। সার্বক্ষণিক সাথে রয়েছেন মোস্তাফিজের ঘনিষ্ঠবন্ধু হাফিজুর রহমান হাফিজ, সুজন, সজীব ও রেজাউল।
এবার বাড়িতে যাওয়ার পর বাইরে কোথাও ঘুরতে যাননি মোস্তাফিজ। থাকছেন বাড়তেই। ঘনিষ্টজনরা দেখা করে ফিরছেন। কেউবা আবার সৌজন্য সাক্ষাৎ।
তবে বাড়িতে যাওয়ার পর মোস্তাফিজের দেখভাল করে থাকেন হাফিজ। ছোটবেলার বন্ধু মোস্তাফিজ এখন তারকা ক্রিকেটার। গোটা বিশ্ব যাকে একনামেই চেনে-জানে। মোস্তাফিজও ভুলে যায়নি তার বন্ধু হাফিজকে। মোস্তাফিজের বাড়িতে থাকা সময়টুকুও তাদের এক সাথেই কাঁটে।
শুক্রবার রাত ১০ টায় মোস্তাফিজের বন্ধু হাফিজুর রহমান হাফিজ জানান, ‘সোমবার সকালে মোস্তাফিজ ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হবে। তারপর যশোর থেকে এয়ারলাইন্সের একটি প্লেনে ঢাকায় পৌঁছাবে। এবার বাড়িতে আসার পর বাইরে কোথাও যায়নি। এখন এক সাথেই রয়েছি।’
মন্তব্য চালু নেই