শুরুতেই আঘাতের পর আঘাতে শ্রীলঙ্কার মেরুদণ্ড ভেঙ্গে দিলেন পার্নেল

শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ানডে লড়াই শুরু হয়েছে। প্রথম ওয়ানডে ম্যাচের শুরুতেই ওয়াইন পার্নেলের জোড়া আঘাতে ভেঙ্গে চুরমার শ্রীলঙ্কার দুই মেরুদন্ড। আঘাতের পর আঘাতে ওপেনিং দেয়াল ভেঙ্গে দিলেন ওয়াইন পার্নেল।

দুই ওপেনার পুরোপুরি ব্যর্থ হয়ে ফিরছেন সাজঘরে। নিরোশান ডিকওয়েল ও সানদুন ওয়্যারাকো বিদায় নেন পার্নেলের আঘাতে। ডিকওয়েল ১ এবং ওয়্যারাকো ৫ রান করে বিদায় নেন।

দীর্ঘদিন দলের বাইরে ছিলেন পার্নেল। দলে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের শুরুতেই চমৎকার খেলছেন তিনি। পার্নেল ও রাবাদা চেপে ধরেছেন লঙ্কানদের। অন্যদিকে দলে রয়েছেন ইমরান তাহির।

সর্বশেষ খবরে এখনো বল হাতে নেননি তিনি। হাশিম আমলা রয়েছেন ব্যাটসম্যান হিসেবে। দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন ভিলিয়ার্স। সব মিলিয়ে একটি শক্তিশালী একাদশ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পোর্ট এলিজাবেথে লড়ছে তারা।

সর্বশেষ খবরে ৬ ওভারের খেলা শেষে লঙ্কানদের রান মাত্র ১৬। মেন্ডিস ও চান্দিমাল উইকেটে টিকে থাকার চেষ্টায় মরিয়া। ঠিক এমনই চিত্র পোর্ট এলিজাবেথে।



মন্তব্য চালু নেই