‘অনেকে দুটো তিনটে বিয়ে করছেন, আমি তো শুরুই করতে পারলাম না’

অনেকদিন ধরেই অপু বিশ্বাস প্রসঙ্গ নিয়ে ধোঁয়াসা চলছে ইন্ডাস্ট্রিতে। কেউ বলছেন কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন তিনি। আবার কোনো কোনো অনলাইন পত্রিকা অপুর সাথে শাকিব খানকে জড়িয়ে বিভিন্ন গুজব ছেপেছে এরইমধ্যে।

সম্প্রতি অনেকে আবার ফেসবুক চ্যাটিং প্রমাণ দিয়ে ছেপেছে খবর। এবার সব ধোঁয়াসা কাটিয়ে অপু বিশ্বাস নিজেই সামনে এলেন। প্রায় ১ মাস ধরে ঢাকায় আছেন তিনি। একটি জাতীয় দৈনিক এর আগেও তার নিকেতনে থাকা নিয়ে একটি সংবাদ ছাপে। সেই সত্যতাটি আবারো প্রামণ হলো।

প্রায় ১০ মাস বাইরে থেকে ঢাকায় ১ মাস আগে ফেরার পর প্রায় প্রতিদিনই বাসার বাইরে যান তিনি। তবে বোরকা পরে প্রতিদিন বের হওয়ার কারণে তাকে চেনার উপায় থাকে না। তবে কেন এই লুকোচুরি?

অপু এ প্রসঙ্গে বলেন, ‘এখানে লুকোচুরির কিছু নেই। আমি নিজেকে একটু সময় দিচ্ছি। কিন্তু আমার অনুপস্থিতিতে আমি একটি বিষয় খুব ভালোভাবে বুঝলাম যে, মানুষ ও গণমাধ্যমের ব্যক্তিরা আমাকে কতটা ভালোবাসে। মানুষগুলো নিজের অজান্তেই আমাকে অনেক ভালোবাসে।’

আর বিয়ের গুজব প্রসঙ্গে অপু বলেন, ‘অনেকে তো দুটো তিনটে বিয়ে করছেন, আমি তো শুরুই করতে পারলাম না।’ -ইত্তেফাক।



মন্তব্য চালু নেই