‘তোমারই প্রেমে’ হাবুডুবু খাচ্ছেন অরিন!
ইন্টারনেটে মুক্তি পেয়েছে ‘এর বেশি ভালোবাসা যায় না’খ্যাত কণ্ঠশিল্পী অরিনের নতুন মিউজিক ভিডিও। বৃহস্পতিবার রাতে ইউটিউবে গানটি মুক্তি দেয়া হয়।
গানটির নাম, ‘তোমারই প্রেমে’। এতে অরিনের সহশিল্পী হিসেবে আছেন কাশফি। রবিউল ইসলাম জীবনের কথায় রোমান্টিক এই গানটির সুর-সংগীতায়োজন করেছেন রাফি।
আর গল্পনির্ভর আবেগী ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। যা প্রকাশ পেয়েছে প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
গানটি প্রসঙ্গে অরিন বলেন, ‘অনেক দিন পর আমার দারুণ একটি মিউজিক ভিডিও প্রকাশ পেল। গল্প নির্ভর ভিডিওটি সবার মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস।’
এদিকে ভিডিও নির্মাতা সৈকত রেজা বলেন, ‘চেষ্টা করেছি রোমান্টিক গানটির কথার সূত্র ধরে ভিডিওতে আবেগি একটি গল্প তুলে ধরতে। আশা করছি সবার ভালো লাগবে।’
ভিডিওটিতে দুই কণ্ঠশিল্পী ছাড়াও মডেল হয়েছেন সুস্মিতা টুশি ও জিপো।
মন্তব্য চালু নেই