বিখ্যাত ব্রিটিশ অভিনেতা স্যার জন হার্ট মারা গেছেন
বিখ্যাত ব্রিটিশ অভিনেতা স্যার জন হার্ট আর নেই। জন হার্ট প্যানক্রিয়েট ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর ২০১৫ সালে থেকে চিকিৎসকের পরামর্শে সব রকমের কাজ থেকে নিজেকে গুটিয়ে নেন। তবে মাঝে মাঝে হাজির হয়েছেন স্ক্রিনের সামনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর।
স্যার জন হার্ট হ্যারি পটার সিরিজে অভিনয় করেও ব্যাপক দর্শক গ্রহণযোগ্যতা পেয়েছেন। ১৯৪০ সালের ২২ জানুয়ারি ডার্বিশায়ারের চেস্টারফিল্ডে জন্মগ্রহণ করেন তিনি। ১০০টির বেশি সিনেমায় কাজ করেছেন জন হার্ট। অসংখ্য মঞ্চ ও টিভি অনুষ্ঠানে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন এ বর্ষিয়ান অভিনেতা।
মন্তব্য চালু নেই