সার্চ কমিটি নিয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

রাষ্ট্রপতির করা সার্চ কমিটি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সকাল ১০টায় এই সংবাদ সম্মেলন হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে দলীয় বক্তব্য তুলে ধরবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের একথা জানিয়েছেন।

এদিকে দল-নিরপেক্ষ সার্চ কমিটি গঠিত না হওয়ায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি-জামায়াত সমর্থক সাদা দল।

সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সাক্ষরিত বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়।



মন্তব্য চালু নেই