খুন হয়েছিলেন মাইকেল জ্যাকসন, দাবি মেয়ের
স্বাভাবিক মৃত্যু নয়। খুন হয়েছিলেন মাইকেল জ্যাকসন। এমনই দাবি তাঁর মেয়ে প্যারিসের। সাত বছর আগে প্রয়াত হয়েছেন পপ মিউজিকের কিংবদন্তি। তার মৃত্যু নিয়ে এই প্রথম মুখ খুললেন তাঁর কন্যা। প্যারিসের দাবি, মাইকেলের মৃত্যুর পরে তাঁর দেহ থেকে একাধিক রাসায়নিকের অবশিষ্ট মিলেছিল। মাইকেল যে ওষুধগুলো খেতেন, তাতে ওই রাসায়নিক থাকার কথাই নয়। প্যারিস বলেছেন, ‘বাবা একবার আমাকে বলেছিল, তাকে নাকি খুন করার চক্রান্তও চলছে। মৃত্যুর পরে সেটাই সত্যি বলে প্রমাণিত হচ্ছে। সত্যিটা সকলের জানা দরকার। আমার বাবাকে সারা বিশ্বের মানুষ ভালবাসতেন। তাঁদেরও প্রতিবাদ জানানো উচিত। ’ কিন্তু কে বা কারা খুন করতে চাইতেন মাইকেলকে? প্যারিসের জবাব, ‘অনেকেই। বাবাকে অর্থনৈতিকভাবে ব্যবহার করতো অনেকে। তাদের স্বার্থে ঘা পড়াতেই এই চক্রান্ত করা হয়েছে। ’ বাবার মৃত্যুর পরে তাঁর জীবন অনেকটাই নিঃসঙ্গ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন প্যারিস। – আজকাল
মন্তব্য চালু নেই