এবার ৫০০ টাকায় পৌঁছে যাবেন চাঁদে!
চাঁদের দেশে যেতে কে না চায়? তবে এবার আপনি যেতে না পারলেও আপনার নামটি ঠিকঠিক পৌঁছে যাবে চাঁদে! খরচ হবে মাত্র ৫০০ টাকা!
কীভাবে? শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি। সৌজন্যে ভারতের বেঙ্গালুরুর বেসরকারি সংস্থা টিমইন্ডাস। চলতি বছরের ডিসেম্বর মাসেই চাঁদের মাটিতে পা রাখার কথা টিমইন্ডাসের মহাকাশযানের। এটাই ভারতের প্রথম বেসরকারি চন্দ্র অভিযান। টিমইন্ডাসের পক্ষ থেকে জানানো হয়েছে, টাকা দিলেই আপনার নাম লেখা থাকবে ছোট্ট এক অ্যালুমিনিয়াম পাতে, যে ধাতব পাত মহাকাশযানে চড়ে সরাসরি গিয়ে নামবে চাঁদের বুকে। ধাতব পাত ক্ষয়ে যাওয়ারও প্রশ্ন নেই। কারণ নাম ক্ষয়ে যাওয়ার জন্য দায়ী জল বা বায়ুমণ্ডল। চাঁদে এই দুটোর কোনটাই নেই। টিমইন্ডাসের দাবি, এই ভাবে চন্দ্র অভিযানের বিপুল খরচের বেশ খানিকটা উঠে আসবে। তাদের গবেষকরা আরও মনে করছেন, এক সময় চাঁদে মানুষের নিয়মিত যাতায়াত শুরু হবে। হয়তো তৈরি হবে উপনিবেশও। তখন মানুষের চোখে পড়ে যাবে, তাদের পূর্বপুরুষের পাঠানো ধাতব পাত। টিমইন্ডাসের এই চন্দ্র অভিযানে সাহায্য করবে ইসরো। মহাকাশযান পাঠানোর রকেটও দেবে তারাই। সূত্র: আজকাল।
মন্তব্য চালু নেই