ট্রাম্প বিরোধী আন্দোলনে থাকতে না পেরে প্রিয়াংকার মন খারাপ
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী আন্দোলনে অংশ না নিতে পারায় মন খারাপ বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার। নায়িকা এ সংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
প্রিয়াংকা চোপড়া বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। সেখানে মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় সিজনের জন্য শুটিংয়ে ব্যস্ত নায়িকা।
এছাড়া হলিউডের সিনেমায় অভিষেক হতে যাচ্ছে দেশী গার্লখ্যাত এ অভিনেত্রীর। ‘বেওয়াচ’ সিনেমার মাধ্যমে হলিউডে আসছেন প্রিয়াংকা।
যারা ট্রাম্প বিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন প্রিয়াংকা চোপড়া তাদের ধন্যবাদ জানিয়েছেন। নারীদেরকে ভালোবাসা এবং নারীদের অধিকারকে তিনি মানবাধিকার বলে উল্লেখ করেন।
মন্তব্য চালু নেই