মাহমুদ উল্লাহর বিদায়; ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিনে প্রথম টেস্টের মতই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ফিরে গেছেন ৪ টপ অর্ডার ব্যাটসম্যান। তামিমের বিদায়ের পর সৌম্য সরকারের সাথে জুটি গড়া মাহমুদ উল্লাহ রিয়াদ ফিরলেন ব্যক্তিগত ৩৮ রানে। এমতাবস্থায় বাংলাদেশ মাত্র ২৭ রানে এগিয়ে রয়েছে।

তামিম, সৌম্য আর সাকিবের বিদায়ের পর রিয়াদের সঙ্গী হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলে ১৯ রানের পার্টনারশিপ গড়েছিলেন। কিন্তু বিপদ পিছু ছাড়েনি। নেইল ওয়েগনারের বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন মাহমুদ উল্লাহ রিয়াদ। ৬৭ বলের ইনিংসটিতে তিনি ৫টি বাউন্ডারি হাঁকিয়েছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৪ উইকেটে ৯২। অভিষিক্ত শান্তর নতুন সঙ্গী হয়েছেন সাব্বির রহমান। এর আগে ৩৫৪ রান করে ৬৫ রানের লিড নিয়ে প্রথম ইনিংসে অলআউট হয় নিউজিল্যন্ড।



মন্তব্য চালু নেই