গাড়ি থামিয়ে টয়লেটে যেতে পারবেন চালকরা
চীনের একটি শহরে ড্রাইভারদের জন্য পার্কিংয়ের আলাদা ব্যবস্থা করেছে যেন তারা গাড়ি রাস্তায় রেখে টয়লেট বিরতিতে যেতে পারে। এজন্য সড়কে আলাদা চিহ্নও রাখা হয়েছে। যা দেখে স্পষ্ট বুঝা যায় গাড়িটি কোথায় রেখে ড্রাইভার মোবাইলে কথা বলবেন না প্রাকৃতিক কাজ সারতে যাবেন।
চীনের শি’য়ান শহরে এ ব্যবস্থা নিয়েছে শহর কর্তৃপক্ষ। শহরটিতে ৫০টি পাবলিক টয়লেটের ব্যবস্থার কাছাকাছি সড়কে ড্রাইভারদের পার্কিং সুবিধা রাখা হয়েছে।
এমনকি ওই জায়গায় যদি অন্য কোনো গাড়ি রাখা থাকে তাহলে শহরের পুলিশের কাছেও অভিযোগ জানাতে পারবেন কোনো ড্রাইভার।
স্থানীয় এক ড্রাইভার চীনের একটি পত্রিকায় বলেছে এমন ব্যবস্থায় তারা খুবই আনন্দিত। কারণ এখন কোনো ধরনের টাকা প্রদান ছাড়াই জরুরি টয়লেট সেবা পাচ্ছেন ড্রাইভাররা।
শি’য়ান শহরে তেরোশোরও বেশি পাবলিক টয়লেট রয়েছে এবং ট্রাফিক পুলিশ বলছে তারা সড়কে এমন ছোট বিরতির জন্য আরও পার্কিংয়ের ব্যবস্থা করার কথা ভাবছে যেন শহরের মানুষ এ সুবিধা নিতে পারে।
সূত্র : বিবিসি।
মন্তব্য চালু নেই