গণ বিশ্ববিদ্যালয়ে ‘কনজুমার ইয়ুথ’ এর যাত্রা শুরু
বিধান মুখার্জী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : পণ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ‘কনজুমার ইয়ুথ-গণ বিশ্ববিদ্যালয়’ (সিওয়াই-জিবি) নামে স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়েছে। ‘বি এওয়ার ফর বেটার লাইফ’ (সচেতন হউন সুন্দর জীবনের জন্য) শ্লোগানে রবিবার (২২ জানুয়ারি ) গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে কমিটি ঘোষণা করেন ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর সমন্বয়ক পলাশ মাহমুদ।
কমিটিতে শাহিনুর আলমকে সভাপতি ও পিউ রায় চৌধুরীকে সধারণ সম্পাদক করা হয়।। মোট ১৪ সদস্যের কমিটিতে অন্যান্য সদস্যরা হচ্ছেন সহ সভাপতি এস এম আহমেদ মনি ,সহ সভাপতি ইমরান হাসান জনি, যুগ্ম সম্পাদক বিধান মূখার্জী, যুগ্ম সম্পাদক তৌফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মানসুরা হক , অর্থ সম্পাদক কামরুন্নাহার মিষ্টি , দপ্তর সম্পাদক মুন্নি আক্তার, প্রচার সম্পাদক সুরাইয়া পারভিন ইতি, গবেষণা সম্পাদক একেএম মাহমুদুল্লাহ , এবং কার্যনির্বাহী সদস্য চঞ্চল মাহমুদ, মাশরিকুল ইসলাম ঈমন ও আল রুবাইয়া বিন হৃদ।
এসময় গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ, গবিসাসের সাধারণ সম্পাদক তাজবিদুল ইসলাম সিহাব ও সিওয়াই-জেইউ এর সাধারণ সম্পাদক আবু রায়হানসহ সিসিএসের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শাহিনুর আলম।
অনুষ্ঠান শেষে নতুন কমিটির হাতে সংগঠনের টি-শার্ট,কলম ও ব্যাচ তুলে দেন সিসিএসের নেতারা।
উল্লেখ্য, ‘কনজুমার ইয়ুথ’ (সিওয়াই) বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গণ বিশ্ববিদ্যালয় প্রথম তাদের কার্যক্রম শুরু করেছে।
মন্তব্য চালু নেই