মৌলভীবাজারে তাঁতীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে বাংলাদেশ তাঁতীলীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শনিবার দুপুরে শহরের বেরির পাড়স্থ কার্যালয়ে কেকে কাটা মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল।

উপস্তিত ছিলেন জেলা তাঁতীলীগের আহ্বায়ক সৈয়দ মুকাম্মেল হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম, খালেদ আহমদ সহ আওয়ামী ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

এসময় সাইফুর রহমান বাবুল বলেন, বঙ্গবন্ধুর হাতে প্রতিষ্ঠিতি ঐতিহ্যবাহী এই সংগঠনটির মৌলভীবাজারে নব উদ্যোমে কাজ শুরু করেছে। তাদের জন্য আমাদের প্রত্যেকের সহযোগীতা থাকা উচিৎ।



মন্তব্য চালু নেই