ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ : আহত দুই

ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুড়িয়ে ফেলা হয়েছে ছয়টি মোটরবাইক।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষের পর কলেজে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশের রমনা জোনের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, কলেজের ভেতরে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। এতে বেশ কয়েকটি মোটরবাইকে আগুন দেওয়া হয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী রাসেল ও মামুন। রাত ৮টার দিকে মাথায় ভারী বস্তুর আঘাত নিয়ে হাসপাতালে যান রাসেল। তাঁর মাথায় দুটি সেলাই দেওয়া হয় এবং মামুন প্রাথমিক চিকিৎসা নেন। পরে চিকিৎসা নিয়ে তাঁরা দুজনই চলে গেছেন।



মন্তব্য চালু নেই