রাঙামাটিতে শীর্ষ সন্ত্রাসী মেজর আটক
প্রান্ত রনি, রাঙামাটি : রাঙামাটিতে যৌথবাহিনীর অভিযানে প্রিয় লাল চাকমা (৫৩) ওরফে মেজর নামে অস্ত্রসহ এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে জেলা সদরের রাঙাপানি এলাকার নিজ বাড়ী থেকে যৌথবাহিনী তাকে আটক করে।
শনিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সামনে তাকে হাজির করার পর রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশের হস্তান্তর করা হয়েছে।
নিরাপত্তাবাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সন্ত্রাসী যেই দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না। পার্বত্য অঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজি ও জঙ্গিবাদ নির্মূলে নিরাপত্তাবাহিনী কঠোর অবস্থানে কাজ চলেছে।
মন্তব্য চালু নেই