টুইট করে ৩০ লাখ টাকা আয় করলেন সেহবাগ

তিনি নজফগড়ের নবাব। আর নবাবের ধন সম্পদ যে থাকবে এতে আর অবাক হওয়ার কি আছে! কিন্তু অবাক হওয়ার মতো একটা ব্যাপার ঘটেছে। ক্রিকেট খেলা ছাড়ার পর থেকে বীরু যে টুইট্যারের মাঠে নিয়মিত শব্দের খেলায় ব্যাট-প্যাড পরে নামছেন তা তো এখন সবারই জানা। তাঁর টুইটের রস মন ভেজায় অনেকেরই। আর তাতেই রোজগার বেড়েছে সেহবাগের।

আজই ভারতীয় ক্রিকেটের এই প্রাক্তন তারকা জানিয়েছেন, “গত ছয় মাসে আমি টুইট করে প্রায় ৩০ লক্ষ টাকা আয় করেছি”। ভার্চ্যুয়াল দুনিয়ায় বীরুর এই সাবলীল শব্দের খেলা তাই এখন আধুনিক প্রজন্মকে উত্সাহী করার জন্য এক দারুণ বিজ্ঞাপন। এবাবেও যে এতা টাকা আয় করা যায় কে আর জানত! এর আগে খেলা থেকে অবসর নিয়ে নিজের শহরে একটি স্কুল স্থাপন করেন সহবাগ। সেই স্কুলটিও যথেষ্ট সুনাম অর্জন করেছে।



মন্তব্য চালু নেই