১৩ বছরের ফুটবলারের দাম শুনলে অবাক হতে হবে!

১৩ বছরের এক ডিফেন্ডারের জন্য ২ লাখ ১৫ হাজার ডলার খরচ! ১৩ বছর বয়সি ফুটবলারের দলবদলে যেটিকে ধরা হচ্ছে রেকর্ড। এখনও কৈশোর না পেরোনো একজন ফুটবলারের জন্য দামটা অবিশ্বাস্য মনে হওয়াই স্বাভাবিক। এই দাম দিয়েই ডিফেন্ডার ফিনলে বার্নসকে কিনেছে ম্যানচেস্টার সিটি। এখানেই শেষ নয়, ভবিষ্যতে বার্নস কেমন খেলেন, তার উপরে ভিত্তি করে দামটা বেড়ে ৩ লাখ ডলারেরও বেশি হতে পারে।

অল্পবয়সেই প্রচারের আলো কেড়েছেন বার্নস। এতদিন ছিলেন ইংল্যান্ডের তৃতীয় বিভাগ লিগ ওয়ানের দল সাউথএন্ড ইউনাইটেডের যুবদলে। ১৩ বছর বয়সেই খেলতেন ক্লাবটির অনূর্ধ্ব-১৬ দলে। সেখানে তাঁর পারফরম্যান্স দেখেই প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব বার্নসকে নিজেদের অ্যাকাডেমিতে নিতে আগ্রহ দেখাচ্ছিল।

শেষ পর্যন্ত অবশ্য ম্যান সিটিকে বেছে নেওয়ার কারণ, বার্নসের পরিবার পেপ গুয়ার্ডিওলার ক্লাবের যুব অ্যাকাডেমি দেখে মুগ্ধ। অবশ্য এর আগে ২০১৩-য় মালাগা থেকে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাহিম দিয়াজকে কিনতে সিটি খরচ করেছিল ২ লাখ পাউন্ড। আর ইংলিশ উইঙ্গার জেডন সাঞ্চোকে কিনতে ২০১৫ সালে খরচ করেছিল ৫ লাখ পাউন্ড। দু’জনেরই বয়স সেই সময়ে ছিল ১৪ বছর।-এবেলা



মন্তব্য চালু নেই