যে কারণে রায়ান গোসলিংয়ের দিকে নজর দীপিকার
বলিউডের গন্ডি পেরিয়ে হলিউডে নিজের জায়গা করে নিয়েছেন দীপিকা পাডুকোন। ভিন ডিজেলের সাথে ‘ট্রিপল-এক্স : জেন্ডার কেজ’ দিয়ে মাতিয়ে রেখেছেন ভক্তদের। সম্প্রতি এই অভিনেত্রী জানালেন, হলিউডের জনপ্রিয় অভিনেতা রায়ান গোসলিংয়ের সাথে কাজ করতে চান তিনি।
গোল্ডেন গ্লোবে পুরস্কারের বন্যা বইয়ে দেওয়া ‘লা-লা ল্যান্ড’ ছবির জন্য প্রশংসার সাগরে ভাসছেন রায়ান। সিনেমাটি দেখে অন্যদের মতো দীপিকাও রায়ানের অভিনয়ে মুগ্ধ। দীপিকা জানালেন, “লা-লা ল্যান্ড সিনেমা হলিউডের একটি কালজয়ী সিনেমা হিসেবেই সবার হৃদয়ে থাকবে। এখানে রায়ান দুর্দান্ত অভিনয় করেছেন। আমি ভবিষ্যতে অবশ্যই তার সাথে কাজ করতে চাই!”
মন্তব্য চালু নেই