ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ!

দলে বড় দুটি পরিবর্তন হয়েই গেলো। ইমরুল কায়েস ও মুশফিক ছিটকে গেছেন পুরোপুরি। টেস্টে তামিম ইকবালের সাথে ওপেনিং করা দূরে থাক মাঠেই নামা হচ্ছে না কায়েসের। এ ক্ষেত্রে তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হতে যাচ্ছেন সৌম্য সরকার।

নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে টানা ৭টি ম্যাচে হেরেছে বাংলাদেশ। এই টেস্টে হারলে বাংলাদেশ টানা ৮টি ম্যাচে হারবে। বাংলাদেশের দ্বিতীয় টেস্টটি হতে যাচ্ছে খুবই কঠিন। হারলে কিউদের মাটিতে হোয়াইটওয়াশের হ্যাটট্টিক করবে বাংলাদেশ।

প্রথম টেস্টে শুভ সূচনার টেস্টে ড্রও করতে পারেনি বাংলাদেশ। সে টেস্ট সেঞ্চুরিয়ান মুশাফিকের জায়গায় কিপার হিসেবে দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। অন্যদিকে ইমরুলের জায়গায় সৌম্য।

ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, নামজুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, নরুল হাসান সোহান (উইকেট রক্ষক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়/রুবেল হোসেন।



মন্তব্য চালু নেই