আচমকা পিঠে ব্যথা! যুবতী গেলেন হাসপাতালে, ফিরলেন সন্তান কোলে
পিঠে ব্যথা নিয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন। একরাত হাসপাতালে কাটানোর পর চিকিৎসকরা জানিয়ে দেন, ব্যথাটা পিঠের নয়। তিনি গর্ভবতী। ৪৮ ঘণ্টার মধ্যে সুস্থ শিশুকন্যার জন্মও দেন তিনি। এমনই আজব ঘটনা ঘটেছে ইংল্যান্ডের লিভারপুলের বাসিন্দা লাতিশা বিশপের সঙ্গে।
২১ বছরের লাতিশা জানতেন না তিনি অন্তঃসত্ত্বা। জিম ছেড়ে দেওয়ার পর অত্যধিক ওজন বেড়ে যাওয়ায় ধীরে ধীরে স্থূল হতে থাকেন তিনি। কিন্তু, এক মুহূর্তের জন্যও তা টের পাননি লাতিশা ও লিভ-ইন পার্টনার ড্যানিয়েল।
হঠাৎ করে পিঠের ব্যথা শুরু হওয়ায় লিভারপুলের উইমেন্স হাসপাতালে হাজির হন লাতিশা। প্রাথমিক পরীক্ষার জন্য তাঁকে ভর্তি করা হয়। ২৪ ঘণ্টা বাদে চিকিৎসকরা জানান লাতিশা গর্ভবতী। এবং পিঠের ব্যথা নয়, প্রসব যন্ত্রণা শুরু হয়েছে তাঁর। চিকিৎসকরা তাঁকে এও জানান, চাইলে অস্ত্রোপচার করে শিশুর জন্ম দিতে পারেন লাতিশা।-এই সময়
মন্তব্য চালু নেই