মাগুরায় মটর সাইকেল দূর্ঘটনায় এক যুবক নিহত

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় বুধবার বিকালে মটর সাইকেল দূর্ঘটনায় মো: সুজন মোল্যা (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে হুরায়রা (২৮) নামে অপর এক যুবক। নিহত সুজন শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামের ওমর আলীর ছেলে।

নিহতের চাচা জানান- আত্মিয়ের বাড়িতে যাওয়ার জন্য কয়েকটি মটর সাইকেলে চেপে তারা পার্শ্ববর্তী গ্রাম রাজাপুরে যাচ্ছিলেন। এ সময় সুজনকে বহনকারি মটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে সামনের একটি মটর সাইকেলের পেছনে আঘাত করে। এতে মটর সাইকেলের যাত্রী সুজন ও হুরায়রা ছিটকে রাস্তার উপর পরে যায়।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ম্যাজিক (যাত্রী পরিবহনের মাইক্রোবাস ) গাড়ি দ্রুতগতিতে সুজন ও তার ফুফাত ভাই হুরায়রাকে চাপা দিলে তারা গুরুতর আহত হন।

তাদেরকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ বিশ্বাস সুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হুরায়রাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই