কাঁচা মরিচের যত স্বাস্থ্যগুণ

আমরা প্রতিদিন ভাতের সঙ্গে রান্না করা যে তরকারি কিংবা মাছ-মাংস খায়, সেখানে মরিচের কোনো বিকল্প দেখা যায় না।
কিন্তু এটা শুধু খাবারের স্বাদই বাড়ায় না, মানুষের শরীরের নানা উপকারেও আসে।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক মরিচের স্বাস্থ্যগুণ-

❏‌ মরণব্যাধী ক্যান্সার ঠেকাতে সাহায্য করে মরিচ।
❏‌ যে সমস্ত জিন মানুষের বার্ধক্যের জন্য দায়ী, তাদের কর্মক্ষমতা কমিয়ে দেয় মরিচ।
❏‌ নিয়মিত মরিচ খেলে মানুষের কণ্ঠস্বরের বিকৃতি কম হয়।
❏‌ মরিচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিশেষত ঋতুপরিবর্তনের সময় লঙ্কা খেলে সর্দিকাশির হাত থেকে রেহাই পাওয়া যায়।
❏‌ দ্রুত ক্যালোরি ঝরাতেও বেশ কাজে দেয় মরিচ।
❏‌ রক্তে শর্করার মাত্রা কমাতে মরিচের জুড়ি নেই।
নিয়মিত মরিচ খেলে হজমের গোলমাল থেকে রক্ষা পাওয়া যায়।
মাথাব্যথা করছে?‌ একটা সবুজ মরিচ গোটা চিবিয়ে খান। মাথাব্যথা ভালো হয়ে যাবে।

(সংগৃহিত)



মন্তব্য চালু নেই