গ্রামের পুকুরে জাল ফেলে মাছ ধরছেন অধিনায়ক মাশরাফি
তিনিও যে সাধারণদের মতো তার প্রমাণ মেলেছে বহুবার। গ্রামে লুঙ্গি পরে হেটে বেড়ানো। ঈদে কিংবা ছুটিতে বাড়িতে বেড়াতে গেলে পাড়া প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া অন্যতম কাজ হয়ে দাঁড়ায় বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার।
তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে মাশরাফিকে দেখা যায় গ্রামের পুকুরে জাল ফেলে মাছ ধরতে। ছবিটি কবে-কখনকার সে বিষয়ে কিছু না জানা গেলেও ছবিতে সুস্পষ্ট মাশরাফি সত্যিই মাটির মানুষ। লক্ষ-কোটি টাকার ভেলকি আর আকাশচুম্বি জনপ্রিয়তা তার মনে বিন্দু মাত্র তাকে আহংকারিবোধ জন্ম দেয়নি।
প্রসঙ্গত, বর্তমানে মাশরাফি পরিবারে সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সর্বশেষ কিউদের বিপক্ষে তার নেতৃত্বে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলেছে বাংলাদেশ। তবে দুঃখজনক ব্যাপার হলো দুই সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। তার থেকে বড় ব্যাপার হচ্ছে সিরিজের শেষ টি-২০ ম্যাচে আঙ্গুলে চোট পেয়েছেন মাশরাফি।
মন্তব্য চালু নেই