সালমানের উপর শাহরুখের ম্যাজিকের প্রভাব!
প্রথমবার ম্যাজিশিয়ানের চরিত্রে কিং খান। সালমান খানের টিউবলাইট ছবিটির চরিত্র এটি। তবে শাহরুখের ম্যাজিকের প্রভাব কিভাবে সালমান খানের উপর পড়ল সে গল্পই শুনুন।
ইতিমধ্যে অনেকেই জানেন, ১৯৬৯’র ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি টিউবলাইট আসলে ২০১৫ সালে মুক্তি পাওয়া হলিউড ছবি লিটল বয়-এর অনুকরণে তৈরি। ফ্যান্টাসি ড্রামা লিটল বয় ছবিটিতে দেখানো হয়েছে যুদ্ধে আটকে পরার পর নিজের বাবাকে ঘরে ফেরত পেতে কীভাবে ছোট্ট ছেলে পেপার অস্থির হয়ে ওঠে। তখনই হঠাত্ এক ম্যাজিশিয়ানের সঙ্গে তার আলাপ হয়। সেই ম্যাজিশিয়ান পেপারের জীবনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠে আস্তে আস্তে।
তাহলে কী বলা যায় যে সালমানের জীবনেও তার সমস্ত শক্তির পিছনে থাকবে শাহরুখ ম্যাজিক!
ট্রেলারে দেখতে পাওয়া এই ম্যাজিশিয়ানের মতো কিং খানের ম্যাজিক দেখতে অপেক্ষা করতে হবে আরো কিছুটা সময়।
মন্তব্য চালু নেই