এবার পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট!
পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য নিঃসন্দেহে বিরাট সুখবর। এবার তাহলে সঙ্কট থেকে উত্তরণ পাকিস্তানের। অন্তত মালয়েশিয়া ক্রিকেট বোর্ডের কর্তাদের কথা শুনলে তেমনটাই মনে হবে। ২০০৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর সন্ত্রাসবাদী যে হামলার পর থেকে পাকিস্তানের মাটিতে আর কোনো আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজনই হয়নি।
নিরাপত্তার অভাবেরকথা বলে কোনো দেশই যে পাকিস্তান সফরে যেতে রাজি হয়নি। তাই পাকিস্তান গত ৮ বছর ধরে হয় শুধু অ্যাওয়ে ম্যাচ খেলে চলেছে অথবা হোম ম্যাচ সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কার মাঠকেই বেছে নিয়েছে।
তবে এবার সম্পূর্ণ উল্টো সুর মালয়েশিয়া বোর্ড কর্তাদের গলায়। এবার পাকিস্তানকে সুরক্ষিত আখ্যা দিলেন তারা। গত ১১ দিন ধরে পাকিস্তান সফরে রয়েছেন তারা। পাশাপাশি তাদের আশ্বাস, হয়তো এপ্রিলের পরই ফের পাকিস্তান সফর করবেন তারা।
মালয়েশিয়ার ক্রিকেট দলের ম্যানেজার শঙ্কর রেতিনাম বলেছেন, ‘বড় ক্রিকেট টু্র্নামেন্ট আয়োজন করার জন্য পাকিস্তান একেবারে আদর্শ দেশ। নিরাপত্তার প্রশ্নেও পাকিস্তান সুরক্ষিত।’
শঙ্করের সঙ্গে একমত পোষণ করেছেন মালয়েশিয়া দলের কোচ বিলাল আসাদ।
মন্তব্য চালু নেই