কোহলির সেই শট, যা দেখে বাকরুদ্ধ ধারাভাষ্যকাররাও
জাতীয় দলের পূর্বসূরী মহেন্দ্র সিং ধোনির মতোই ভারতের অধিনায়ক বিরাট কোহলিও অনেক সময়ই উদ্ভাবণমূলক শট খেলেন। ভারতের একদিনের দলের নবনিযুক্ত অধিনায়ক যে ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা তা ইতিমধ্যেই একাধিক বার প্রমাণ করেছেন তিনি নিজেই।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে পুনেতে ২৮ বছরের ব্যাটসম্যান একের পর এক চমকপ্রদ শট খেলে দর্শকদের মধ্যে শিহরণ জাগিয়েছেন। ৩৫০ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে কোহলির দল শুরুতেই ৪ উইকেট হারিয়ে ফেলে। এরপর সামনে থেকে লড়াই করেন কোহলি।
তার সেদিনের ইনিংসে একটা ছক্কা দর্শকদের তো বটেই ধারাভাষ্যকারদেরও স্তম্ভিত করে দিয়েছে। ইনিংসের ৩৩ তম ওভারে ক্রিস ওকসের বলে ওই ছয় মারেন কোহলি। ওকস স্লোয়ার বল করেন। শর্ট অফ লেংথের ওই বল সীমানার ওপারে পাঠিয়ে দেন।
মন্তব্য চালু নেই