পাখির জন্য খেলা বন্ধ

যদি কখনো অস্ট্রেলিয়ার মেলবোর্নের কোন স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ হয় তাহলে অসংখ্য শঙ্খচিল মুগ্ধ করবে আপনাকে। এমনিতেই অস্ট্রেলিয়ানরা পাখিপ্রেমী তারওপর দেশটিতে পাখিদের সুরক্ষায় আইনও কঠোর।

তবে খেলার মাঠে প্রায়ই সাদা সিগালের (শঙ্খচিল) দেখা মেলে।

কখনো কখনো খেলার মাঝে বাধারও সৃষ্টি করে। বুধবার এমনই এক ঘটনা ঘটেছে মেলবোর্ন সিটি এবং সিডনি এফসির মধ্যকার ফুটবল ম্যাচে।

খেলা চলাকালীন দুর্ঘটনাবশত বল লেগে আহত হয় একটি সিগাল। পাখিটিকে নিথর পড়ে থাকতে দেখে সিডনি এফসির গোলরক্ষক ড্যানি ভুকোভিচ সাময়িক খেলা বন্ধের জন্য চেষ্টা করেন। একপর্যায়ে খেলা বন্ধের নির্দেশনা দেন রেফরি। পরে সিগালটিকে যত্নের সাথে সাইডলাইনে নিয়ে যান ভুকোভিচ।

গল্পের শেষটা অবশ্য সুখের। জীবন ফিরে পেয়েছে সিগালটি। বেঞ্চে কিছুক্ষণ বিশ্রামের পর আবার উড়ে গেছে নিজের পথে।-সময় টিভি



মন্তব্য চালু নেই