রণবীর কাপুরকে বিয়ে করবেন সোনম কাপুর!

দীপিকা, ক্যাটরিনা অতীত। তবে কি এবার সোনম কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রণবীর কাপুর!‌ না‌, এ সব হওয়ার সম্ভাবনা নেই। যদিও তার বোন কারিনা কাপুর এমনটাই চান। করিশ্মাও। করণ জোহরের কফির আড্ডায় এ কথা জানালেন কারিনা।

কারিনা কাপুর বললেন, তিনি আর দিদি করিশ্মা সোনমকে দারুণ পছন্দ করেন। চান সোনম তাদের ভাবী হোক। পাশেই বসেছিলেন অনিল–কন্যা সোনম। তিনি অবশ্য হেসে উড়িয়ে দিয়েছেন গোটা ব্যাপারটা।

রণবীরের বিপরীতে বলিউডে হাতেখড়ি সোনমের। সঞ্জয়লীলা বনসালির ‘‌সাওয়ারিয়া’ ছবিতে। যদিও দুজনের সম্পর্ক মোটেও মসৃণ নয়। প্রথম দিন থেকেই চাপানউতোর। ‘‌কফি উইথ করণ’‌–এর আগের সিজনে রণবীর আর কারিনা একসঙ্গে আড্ডায় বসেছিলেন। তখন ক্যাটরিনার সঙ্গে রণবীরের বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেন কারিনা। এবার সোনমকে ভাবী হওয়ার পরামর্শ।

তবে রণবীরের সাবেক প্রেমিকা দীপিকার সঙ্গে যে তার সম্পর্ক মোটেও ভাল নয় তা বুঝিয়ে দিলেন। ছাড়লেন না ক্যাটকে। কারিনা বললেন, দীপিকা বা ক্যাটরিনার সঙ্গে লিফটে আটকে পড়লে আত্মঘাতী হবেন। আজকাল



মন্তব্য চালু নেই