সালমানসহ ৫ তারকাকে আদালতে হাজিরের নির্দেশ

অভিনেতা সালমান খানসহ পাঁচ বলিউড তারকাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে রাজস্থানের যোধপুর আদালত। গতকাল শুক্রবার ১৯৯৮ সালের এই কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় জড়িত সালমান খান, সাইফ আলি খান, সোনালি বেন্দ্রে, টাবু ও নীলমকে নোটিশ পাঠায় আদালত।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট দলপত সিং এই নির্দেশ দিয়েছেন। যোধপুরে কঙ্কনি গ্রামে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দীর্ঘদিন ধরে জড়িত সালমান খান। ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিং চলাকালে হরিণ হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেইসময় সালমানকে সঙ্গ দেন অন্য অভিযুক্তরা।

আগামী ১৮ জানুয়ারি সালমান খানের কৃষ্ণসার হত্যা মামলার রায় ঘোষণা করা হবে।



মন্তব্য চালু নেই