৫৯৫ রানে বাংলাদেশের ইনিংস ডিক্লেয়ার
৫৯৫ রানে ইনিংস ডিক্লেয়ার করেছে বাংলাদেশ। আগের দিনই মুশফিকুর রহিম জানিয়েছিলেন নিউজিল্যান্ডকে চাপে ফেলতে তৃতীয় দিন আরও ৫০ রান দরকার। সেই রান হয়ে যেতেই ইনিংস ডিক্লেয়ার করেন অধিনায়ক। এরই মধ্যে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন সাব্বির রহমান।
৮ উইকেটে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা আসায় ব্যাটিংয়ে নামা হয়নি অভিষিক্ত শুভাশীষ রায়ের।
এর আগে সাব্বির রহমান আর তাসকিন আহমেদের জুটিতে তৃতীয় দিনের শুরুতেই সাড়ে ৫০০ রান ছাড়ায় বাংলাদেশ দল। টেস্টে এ নিয়ে চতুর্থবার ৫৫০ ছাড়াল তারা।
১৫২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫৯৫/৮। নিজেদের টেস্ট ইতিহাসে তাদের এর চেয়ে বড় স্কোর আছে আর একটিই। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩৮।
সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ ১ম ইনিংস: ১৫২ ওভারে ৫৯৫/৮ ইনিংস ঘোষণা (তামিম ৫৬, ইমরুল ১, মুমিনুল ৬৪, মাহমুদউল্লাহ ২৬, সাকিব ২১৭, মুশফিক ১৫৯, সাব্বির ৫৪*, মিরাজ ০, তাসকিন ৩, রাব্বি ৬*; বোল্ট ২/১৩১, সাউদি ২/১৫৮, ডি গ্র্যান্ডহোম ০/৬৫, ওয়াগনার ৪/১৫১ স্যান্টনার ০/৬২, উইলিয়ামসন ০/২০)।
মন্তব্য চালু নেই