বিয়ের আগেই প্রেগন্যান্ট! মা হতে চলেছেন অভিনেত্রী লিসা
বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়েছিলেন বলিউড অভিনেত্রী লিসা হেইডেন। তবে বিষয়টা গোপন রেখেছিলেন লিসা। এখন সেই সুংবাদটি রটে গেল বলিউড পাড়ায়| বি-টাউনে সুখবরটি দ্রুতই ছড়িয়ে পড়েন।
কারণ, মা হচ্ছেন `অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছৱির নায়িকা লিসা হেডেন| ইনস্টাগ্রামে গর্ভাবস্থার সেই ছবি আপলোড করেছেন লিসা হেডেন নিজেই| ২০১৬ সালে অক্টোৱর মাসে ফুকেটে প্রেমিক দিনো লালভানিকে বিয়ে করেছেন লিসা হেডেন| লিসা এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন|
সেখান থেকেই ইনস্টাগ্রামে গর্ভাবস্থার ছবি আপলোড করেছেন তিনি| মিলন লুথরিয়ার আগামী ছবি `বাদশাহো’-য় দেখা যাবে লিসা হেডেনকে| ছবির মূল চরিত্রে রয়েছেন অজয় দেবগণ।
জানা যায়, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির শুটিং চলাকালীনই নাকি প্রেগন্যান্ট ছিলেন নায়িকা। তবে তা গোপন রেখেছিলেন হাউসফুল-থ্রি অভিনেত্রী। লোক জানাজানি হবে সেই ভয়ে গত বছর ২৯ অক্টোবর বয়ফ্রেন্ড দিনো লালাভানিকে তাড়াহুড়ো করে বিয়ে করেন লিসা।
মন্তব্য চালু নেই