হলিউডেও যা পাননি, ভারতে এসে তা পেয়েই আপ্লুত ভিন ডিজেল

ভারতীয় শিল্প সংস্কৃতির সঙ্গে সেভাবে পরিচিত নন তিনি৷ তবে এ দেশে পা রেখেই যেভাবে দেশি ঢঙে তাকে স্বাগত জানানো হল, তাতে দারুণ খুশি ভিন ডিজেল৷

xXx: The Return of Xander Cage ছবির প্রচারে বলি ডিভা দীপিকা পাড়ুকোনের সঙ্গে মুম্বাইয়ে এসেছেন হলিউড সুপারস্টার৷ বৃহস্পতিবার সকালে বাণিজ্যনগরীর বিমানবন্দরে পৌঁছাতেই স্বাগত জানালেন মারাঠি কায়দায় শাড়ি পরিহিতা মহিলারা৷

তার মাথায় শুভেচ্ছার টিকা লাগিয়ে দিলেন তারা৷ সঙ্গে চলল মারাঠি বাজনা৷ এমন এলাহি আয়োজন মন কেড়েছে তার৷ হলিউডে প্রথমবার অভিনয় করা দীপিকাও ফ্যানদের এমন ভালবাসায় আপ্লুত৷ ছবির প্রচারে হাজির পরিচালক ডিজে ক্যারুসোও৷

১৪ জানুয়ারি ভারতে মুক্তি পেতে চলেছে এই ছবি৷ তার আগের দিন প্রিমিয়ার শোয়ে দীপিকা-ডিজেলদের সঙ্গে উপস্থিত থাকবেন বি-টাউনের নাম করা তারকারা৷ শনিবারই দেশে ফিরে যাওয়ার কথা ডিজেলের৷ ছবিতে দীপিকা থাকায় ভারতের বাজারেও রমরমিয়ে ব্যবসা করবে xXx 3, এমনটাই মনে করছেন ভিন৷

আর দীপিকা? নতুন বছরের শুরুতেই ঠাসা সূচি তার৷ নিজের প্রথম হলিউড ছবি প্রচারের জন্য একবার ক্যালিফোর্নিয়া দৌড়চ্ছেন তো পরের মুহূর্তে পৌঁছে যাচ্ছেন সঞ্জয় লীলা বনসালির পদ্মাবতীর শুটিং সেটে৷ সুপারহিট হতে চলেছে তার আপকামিং ছবি, আশা দীপিকার৷ সংবাদ প্রতিদিন



মন্তব্য চালু নেই