এই তুরুপের তাস নিজের কাছে রেখেছিলেন কঙ্গনা?

‘রেঙ্গুন’ ছবির নতুন গান না থাকলে তা বোঝাই যেত না যে কতবড় তুরুপের তাস লুকিয়ে ছিল কঙ্গনা রাণাওয়াতের হাতে। অভিনয়ের সুবাদে আগেই বলিউডের ক্যুইন এর তকমা পেয়ে গিয়েছেন এই অভিনেত্রী। এবারে হলেন ‘হান্টারওয়ালি’। কঙ্গনার এই এক চালেই ঘায়েল কারিনা কাপুরের সাবেক প্রেমিক ও বর্তমান স্বামী।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঝড় তুলেছে কঙ্গনার নতুন আবির্ভাব৷ যাকে পারফেক্ট কমপ্লিমেন্ট দিয়েছে সইফ আলি খান এবং শাহিদ কাপুর দু’জনই৷ গুলজারের কথায় গানটির সুর সাজিয়েছেন পরিচালক বিশাল ভরদ্বাজ৷ আর নতুন বছরের শুরুতেই দর্শকের আরও একটি মাস্টার পিস উপহার দিল সুনিধি চৌহানের কণ্ঠ।

ফেব্রুয়ারি মাসেই বড় পর্দায় আসছে বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’৷ ছবিটি প্রথম ঝলকেই সাড়া ফেলে দিয়েছিল সিনেমাপ্রেমীদের মধ্যে৷ সেই চাহিদাকেই আরও একটু বাড়িয়ে দিল ‘ব্লাডি হেল’।



মন্তব্য চালু নেই