একটি ছেলের জন্য ১৬ মেয়ের জন্ম!

একটি ছেলে সন্তানের জন্য পর পর ১৬টি মেয়ে সন্তানের জন্ম দেয়ার পর অবশেষে ছেলের মুখ দেখেছেন ভারতের রাজকোটের এক দম্পতি। প্রশাসনের পক্ষ থেকে তাদের বহুবার জন্মনিয়ন্ত্রণ গ্রহণের পরামর্শ দিলেও তারা শোনেননি।

ছেলে সন্তান জন্মের পরও তারা আরেকটি ছেলে চাইছিলেন। কিন্তু এবার গ্রামবাসী হস্তক্ষেপ করে। তারা দল বেঁধে গিয়ে ৪৪ বছরের রামসিন ও তার ৪০ বছরের স্ত্রী কানু সানগোতকে জোর করে জন্মনিয়ন্ত্রণ অফিসে নিয়ে তাদের তা গ্রহণে বাধ্য করায়।

রামসিন বলেন- ছেলের জন্য ১৬টি মেয়ের বাবা হওয়ায় তিনি অনুতপ্ত নন। বৃদ্ধ বয়সের ভরসার জন্য তার ছেলে সন্তান দরকার। কিন্তু যখন দেখলেন এতগুলি মেয়ে সন্তানের বাবা হয়েছেন তখন তাদের দেখভালের জন্য একটি ছেলে সন্তানের জন্য পণ করে বসেন।

অবশেষে তিনি যে সফল হয়েছেন তাতেই খুশি। ১৬ মেয়ের মধ্যে দু’জন মারা গেছে। দু’জনের বিয়ে হয়ে গেছে।



মন্তব্য চালু নেই