বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সময়সূচি, এক নজরে দেখে নিন
নতুন বছরে অনেক ম্যাচ রয়েছে টাইগারদের। এরই মধ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সময়সূচি প্রকাশিত হয়েছে। এই বছরের মার্চ-এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাবে মাশরাফিরা।
২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টুয়েন্টি খেলবে দুই দল। এই সফরের আগে নিউজিল্যান্ড থেকে ফিরে একমাত্র টেস্ট খেলতে ভারত সফরে যাবে টাইগাররা।
শ্রীলঙ্কা সফরে আগে থাকছে টেস্ট সিরিজ। তারপর ওয়ানডে সিরিজ। আর শেষে টি-টুয়েন্টি।
শ্রীলঙ্কা সফর মানেই বাংলাদেশের জন্য ব্যক্তিগত সাফল্যের সুখস্মৃতি। এখানে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্টে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েন আশরাফুল। এছাড়া মুশফিকুর রহিমও এখানে ডাবল সেঞ্চুরি করেছিলেন।
সফরের সূচি :
প্রথম টেস্ট, ৭-১১ মার্চ, ভেন্যু গল
দ্বিতীয় টেস্ট, ১৫-১৯ মার্চ, ভেন্যু ওভাল
প্রথম ওয়ানডে, ২৫ মার্চ, হাম্বানটোটা
দ্বিতীয় ওয়ানডে, ২৯ মার্চ, ডাম্বুলা
তৃতীয় ওয়ানডে, ১ এপ্রিল, ডাম্বুলা
প্রথম টি-টুয়েন্টি, ৫ এপ্রিল, কলম্বো
দ্বিতীয় টি-টুয়েন্টি, ৮ এপ্রিল, কলম্বো
মন্তব্য চালু নেই