সাবধান! বিমানে অসভ্যতা করলেই এবার হাতকড়া
যাত্রীদের অসভ্যতা ঠেকাতে এবার আরও কড়া দাওয়াই দিচ্ছে এয়ার ইন্ডিয়া। কোনোরকম সন্দেহজনক আচরণ করলে এবার থেকে আপনার হাতে পরিয়ে দেয়া হবে প্লাস্টিকের হাতকড়া। এয়ার ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রী ও বিমান সেবিকাদের নিরাপত্তা সবার আগে। কোনোরকম অশ্লীল আচরণ বরদাস্ত করা হবে না। সেক্ষেত্রে যাত্রীকে উচিত শিক্ষা দিতেই হবে।
বছরের শুরুতেই ওমানের ম্যাসকট থেকে দিল্লি আসার বিমানে এক বিমানসেবিকাকে শ্লীলতাহানি করা হয়। ২১ ডিসেম্বর মুম্বাই থেকে নিউইয়র্ক যাওয়ার পথে এক সহযাত্রীর প্রতি অশালীন আচরণ করেন এক যাত্রী। এই জাতীয় আচরণকে কঠোর হাতে মোকাবিলা করা হবে, এমনই বার্তা দেয়া হয়েছে। তাই এই প্লাস্টিক হাতকড়ার ব্যবস্থা। আগে আন্তর্জাতিক বিমানে এই আয়োজন ছিল।
এবার ঘরোয়া বিমান পরিষেবার ক্ষেত্রেও এই কড়া দাওয়াই আনতে চলেছে এয়ার ভারত। সংস্থার কর্মকর্তাদের মতে, ‘যাত্রীদের অসম্মান করা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু যাত্রীদেরও উচিত নিজেদের সম্মান বজায় রাখা। কোনো রকম অসভ্যতা দেখলে বিমান নামার পরেই আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। কিন্তু এবার আরও সচেতন হতে হবে।-আজকাল
মন্তব্য চালু নেই