দেড় কোটিতেও মিলছে না আমিরের ট্রানজিস্টার
‘পিকে’ ছবির পোষ্টারে উলঙ্গ অবস্থায় একটি ট্রানজিস্টার হাতে দাঁড়িয়ে থেকে সমালোচিত হয়েছিলেন আমির। কিন্তু পোস্টারের সেই ট্রানজিস্টারটি দেড় কোটি রূপিতেও মিলছে না।
মাত্র ২শ ২৭ রুপি দিয়ে মুম্বাইয়ের চোরা বাজার থেকে একটি ট্রানজিস্টার কিনে ছিলেন পিকে ছবির প্রযোজক। ছবির পোষ্টারে উলঙ্গ অবস্থায় এই ট্রানজিস্টারটি হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন আমির। আর তাতেই অনলাইনে এটির দাম উঠেছে দেড় কোটি রুপি। ট্রানজিস্টারটি অনলাইনে বিক্রির মাধ্যমে ছবির প্রচারণা চালানো হচ্ছে। যদিও আমির চান না, এটি ব্রিক্রি হোক।
এদিকে ট্রানজিস্টারটি স্মারক চিহৃ হিসেবে রেখে দেওয়ার জন্য পরিচালক রাজকুমার হিরানি ও আমিরের কাছে অনুরোধ জানিয়েছেন নায়িকা আনুশকা শর্মা।
উল্লেখ্য, ‘পিকে’ ছবিটি আগামী ১৯ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে।
মন্তব্য চালু নেই