ওমরা হজে গেছেন নিলয়-শখ

তারকা দম্পতি নিলয়-শখ ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। তাদের সঙ্গে রয়েছেন নিলয়ের বাবা-মা। বর্তমানে নিলয়-শখ মক্কার কাছাকাছি রয়েছেন।

এমনটাই জানিয়েছেন নিলয়ের ঘনিষ্ঠ বন্ধু শেখ আমিনুল হক ইমন। তিনি বলেন, ‘নিলয়, তার বাবা আওলাদ হোসেন, মা আসমা বেগম এবং স্ত্রী শখকে নিয়ে গত ৩১ ডিসেম্বর সকালের ফ্লাইটে ওমরা হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেখানে তারা নিরাপদে পৌঁছেছেন এবং সুস্থ আছেন।’

তিনি আরো বলেন, ‘চলতি মাসের ১০-১১ তারিখ তাদের ফেরার কথা রয়েছে। সবাই নিলয়-শখ এবং তাদের পরিবারের জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, শোবিজের আলোচিত জুটি নিলয়-শখ ভালোবেসে পরষ্পরকে বিয়ে করেন গতবছরের ৭ জানুয়ারি। এরপর দুজনেই আগের মতো মিডিয়াতে কাজ করছেন।



মন্তব্য চালু নেই