পাকিস্তানি অভিনেত্রী মাহিরার মুখে ভারতের নিন্দা

শাহরুখ খানের বিপরীতে এ বছর ‘রইস’ ছবিতে অভিষেক হয়েছে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের। আগামী বছর মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকলেও এরইমধ্যে ছবির ট্রেইলার ও গান প্রকাশ করা হয়েছে। এতে শাহরুখের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে দেখা গেছে মাহিরাকে। নতুন জুটি প্রেয়ে বলিউডপ্রেমীরাও খুশিতে আটখানা। শাহরুখ-মাহিরা রোমান্স এখন নিত্য নতুন আলোচনার জন্ম দিচ্ছে।

নিজ দেশে বসে সেই মাহিরাই এবার বলিউডের সমালোচনায় মুখর। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাহিরা বলেছেন, পাকিস্তানের কখনও ভারতের থেকে কিছু শেখার নেই। পাকিস্তানের সিনেমার বলিউডের থেকে কিছু শেখার নেই। আমরা বলিউড নই।

মাহিরার এমন বক্তব্যে হতবাক ভারতীয়রা। তাদের মতে, বলিউড থেকে শেখার কিছু না থাকলে তিনি কেন এখানে এসেছিলেন? কেন এখানে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন?



মন্তব্য চালু নেই