মোনালিসার সমকামী দৃশ্য ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে

বিগ বস ১০ প্রতিযোগী মোনালিসার অভিনীত একটি সমকামী দৃশ্য এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। বাংলা ভাষার এই ভিডিওটি সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশ পেয়েছে।

মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস। তিনি বাঙালি। ভোজপুরি ছবির পাশাপাশি টেলিভিশনে কয়েকটি বাংলা অনুষ্ঠানেও কাজ করেছেন। সেখান থেকেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশাল সাইটে।

সাহসী হিসেবে মোনালিসার খ্যাতি আছে। দেড় ইশকিয়া ছবিতে মাধুরী দীক্ষিত ও হুমা কুরেশি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময় ইতস্তত করেন। অস্বস্তি হয়েছিল তাঁদের। কিন্তু মোনালিসার যে ভিডিওটি প্রকাশ পেয়েছে, সেখানে দেখা গেছে অন্য এক মহিলাকে সিডিউস করছেন তিনি। প্রথমে কিছুক্ষণ বারণ করে সেই মহিলা নিজেও ভেসে যান। শুধু মোনালিসার জন্য নয়। বাংলা ছবির জন্যও ভিডিওটি যথেষ্ট সাহসী। “মোনালিসা লেসবিয়ান সিন” বা “বেঙ্গলি লেসবিয়ান সেক্স সিন অফ অন্তরা বিশ্বাস” বলে ভিডিওটি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।

বিগ বস ১০-এ এখন প্রতিযোগী হিসেবে আছেন মোনালিসা। গৌরব চোপড়া, বাণী জে, রোহন মেহেরা, মনবীর গুরজারের মতো প্রতিযোগীরাও তাঁর সঙ্গে আছেন।



মন্তব্য চালু নেই