পলাশের বছরের শেষ উপহার

একজন ফ্যাশন ফটোগ্রাফারের মনের মানুষ খোঁজার গল্প নিয়ে নির্মিত হলো কিশোর পলাশের গানের মিউজিক ভিডিও ‘মনের মতো মন’। গত বছর মুক্তি পাওয়া ‘ভবের বাড়ি’ নামের অ্যালবাম থেকে গানটি নেওয়া হয়েছে।

গানটির সুর এবং সংগীতায়োজন করেছেন এফ এ সুমন। লিখেছেন রবিউল ইসলাম জীবন।

আল মাসুম সবুজের নির্দেশনায়, জল ছবির কারিগরি সহযোগিতায় ভিডিওর মডেল হয়েছেন লিটন, ফারিহা, প্রিয়াঙ্কা ও সোনিয়া। ডিওপি জুলিয়ান জিতু, কোরিওগ্রাফি সাইদুর রহমান এবং কাস্টিং ডিরেক্টর ছিলেন ইমন সাই।

জি সিরিজের ব্যানারে আজ ইউটিউবে গানটি প্রকাশিত হবে। শিল্পী পলাশ বলেন, শেষ ভালো যার সব ভালো তার। এখন খুব বেশি ব্যস্ত সময় অতিবাহিত করছি স্টেজ শো আর নিজের চতুর্থ একক অ্যালবামের কাজ নিয়ে। চতুর্থ একক অ্যালবামে নতুন বছরে নতুন কিছু উপহার থাকছে শ্রোতাদের জন্য। তাই দর্শকদের একটি ভালো গান উপহার দিয়ে বছরটি শেষ করতে চাই ৷



মন্তব্য চালু নেই