যে দেশে খুন করলে টাকা দেয় সরকার
বিশ্বে অধিকাংশ দেশেই মানুষ হত্যার শাস্তি ভয়াবহ। কিন্তু ব্যতিক্রম ফিলিপাইনে। মাদকের সঙ্গে জড়িত মানুষ পেলেই হত্যার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। এর এ খুন করতে পারলে সরকার পুরস্কার হিসেবে দেবে ১০০ ডলার করে।
সরকারের এমন পদক্ষেপে সাফল্যও মিলছে। মাদক ব্যবহার কিংবা এর ব্যবসার সঙ্গে জড়িত অর্ধলাখের মানুষ বেশি মানুষ সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। যারা করেননি তারা খুন হচ্ছেন সাধারণ মানুষের হাতেই। তবে এতো বৈচিত্র্যময় পদক্ষেপ নিয়েই পুরোপুরিভাবে মাদক নিয়ন্ত্রণ করতে পারেননি দুতার্তে।
মন্তব্য চালু নেই