ক্রিকইনফোর বর্ষসেরা একাদশে আফ্রিদি-মোস্তাফিজ
কিছুদিন আগে আইসিসি ঘোষিত বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পান বাংলাদেশের তরুণ পেসার মোস্তাফিজুর রহমান। জায়গা পেয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষিত বর্ষসেরা টি২০ একাদশে।
এছাড়া ভারতের জনপ্রিয় ইংরেজী দৈনিক টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরা টি২০ একাদশেও রয়েছেন এ বাম-হাতি পেসার। এবার জনপ্রিয় ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর সেরা টি২০ একাদশেও জায়গা পেয়েছেন কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান।
এদিকে অন্য কোনো সেরা একাদশে জায়গা না পেলেও ক্রিকইনফোর সেরা একাদশে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা টি২০ একাদশ : ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ অফ্রিকা), জস বাটলার (ইংল্যান্ড), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), শহীদ আফ্রিদি (পাকিস্তান), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), জাসপ্রিত বুমরাহ (ভারত) ও মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।
মন্তব্য চালু নেই